মাটির ঘরে টিন ও খড়ের ছাউনি। বৃষ্টির পানি পড়ে ভেঙ্গে গেছে রান্নাঘর। নিরাপত্তার জন্য নেই কোনো দরজাও। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মধ্যপাড়ার, এ বাড়িতেই বসবাস মানসিক প্রতিবন্ধী রুবিনা বেগমের।
কিছুদিন আগে এভাবেই একটি ঘরের আকুতি জানান রুবিনা। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে, তাকে ঘর তৈরি কোরে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে খুশি রুবিনা ও তার স্বজনরা।
একজন অসহায় প্রতিবন্ধীর প্রতি প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও।
রুবিনা বেগমের একমাত্র ছোট ভাই আশরাফুল আলমও মানসিক প্রতিবন্ধী।