পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর পর থেকেই আন্দোলনে উত্তাল সিলেট। ছেলে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার সকালে, সিলেট বন্দরবাজার ফাঁড়ির সামনে অনশনে বসেন রায়হানের মা ও স্বজনরা।
মাথায় কাফনের কাপড় বেঁধে নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নেন তারা। ছেলের মৃত্যুর বিচার আর দোষীদের গ্রেপ্তার তাদের একমাত্র চাওয়া।
এদিকে, ৫ দিনের রিমান্ড শেষে পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে পিবিআই। ফের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। তিনদিন মঞ্জুর করেন আদালত।
রায়হান মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হলেও, পলাতক আছেন, প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া।
এছাড়া, ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুল শেখকে হেফাজতে নিয়েছে পিবিআই।