শনিবার (২৪ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স থেকে বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
বিকেল পৌনে ৪টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলার আদালতে তাকে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের মহিদুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ অক্টোবর অপর বরখাস্ত কৃত টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।
আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হলেও মূল অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রায়হানের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ আকবরের অবস্থান শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোর রাতে রায়হান আহমদ নামসিলে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন।