channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

বরের বয়স ৯৫, কনের ৮০!

বরের বয়স ৯৫, কনের ৮০!

মুখে তার এভারেস্ট জয়ের দিগবিজয়ী হাসি। থাকবেই বা না কেন? বয়স যে শুধুই একটি সংখ্যা, তা প্রমাণ করে বিয়ের পিড়িতে, নাটোরের প্রায় শতবর্ষী আহাদ আলী মণ্ডল। জীবন সায়াহ্নে নতুন জীবনের গল্প লিখতে তার জীবনসঙ্গী একই গ্রামের অশীতিপর আমেনা বেগম।

এ এক অন্যরকম বিয়ে। ৯৫ বছরের বর আর ৮০ বছরের কনে। যারা জীবন সায়াহ্নে এসে নতুন করে বাঁধলেন জীবনের গল্প।

নাটোর সদরের পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে এমন বিয়ের স্বাক্ষী হতে জড়ো হয়েছিলেন অনেকেই। চিরাচরিত আড়াম্বর না থাকলেও বিয়েতে আসা সবার মাঝেই ছিলো আনন্দের প্রকাশ।

চার ছেলে, তিন মেয়ের জনক আহাদ আলী মণ্ডল ওরফে আদি। প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর একা ছিলেন দীর্ঘদিন। সিদ্ধান্ত নেন নিঃসঙ্গ জীবনের শেষটা সময়ে সঙ্গী নিয়ে কাটাবেন বাকিটা সময়। বিয়ে করেন একই গ্রামের বিধবা আমেনা বেগমকে।

শতবর্ষীদের বিয়ের খবর এলাকায় এখন সবার মুখে মুখে। তাদের দীর্ঘায়ু কামনা করছেন সবাই।

বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেন মোহরে আমেনা বেগমকে বিয়ে করেন আহাদ আলী।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর