পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) সকালে স্টারলাইন পরিবহনের একটি বাস ফেনী যাচ্ছিলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে পৌঁছলে ঢাকামুখী মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ এক নারীর প্রাণ যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মহাসড়কে দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
এদিকে হবিগঞ্জের মাধবপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাদ্রাসাছাত্রী ও এক এনজিও কর্মী।