পাখির কলকাকলিতে মুখর নাটোরের চলনবিলের অভয়াশ্রম আবার কোথাও দেখা মিলবে পরিযায়ী পাখিদের উড়াউড়ি। এমন দৃশ্য এখন চলনবিলের প্রতিদিনের। তবে এসব সম্ভব হয়েছে একদল তরুণের জন্য।
প্রকৃতিকে আপন করে নিয়েছেন একদল তরুণ। তাদের এই কাজে বাধা এলেও ছাড়েননি। শুধু পশুপাখির অভয়াশ্রম তৈরি নয় কাজ করছেন বৃক্ষরোপন কর্মসূচি নিয়েও। স্থানীয়দের সচেতনতায় রাখছেন ভূমিকা।
উদ্যমী তরুণদের এই উদ্যোগে পাল্টে গেছে এলাকার চিত্র। তাদের এমন মানসিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় উদ্যমী এই তরুণ দলটির মতো কাজ করছেন আরো অনেকেই।