পুলিশ জানায়, গতকাল বিকেলে কয়েকটি বাড়ি থেকে কিস্তির টাকা আদায় করেন ব্যাংক সুপারভাইজার লাল্টু। পরে মমিনের বাড়িতে যান তিনি। এসময় কিস্তি না দিয়ে উল্টো টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন মমিন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লাল্টুকে হত্যা করা হয়।
ঘটনার পর থেকে মমিন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।