কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মেয়ে নয়ন সেলিনা। অনিশ্চয়তার স্রোতে ভাসতে ভাসতে উঠে দাঁড়ানো এক অদম্য নারী।
১৯৯১ সালে তার বিয়ে হয় মোহাম্মদ শাহেদ নামের একজনের সাথে। কোল আলো করে আসে দুই সন্তান। ১৯৯৫ সালে স্বামী পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কথা ছিলো দুই সন্তানসহ সেলিনাকে নিয়ে যাবেন সেখানে। কিন্তু হয়নি। খোঁজ রাখেননি স্বামী। এমন পরিস্থিতিতে হতাশা ঘিরে ধরলেও ছাড়েননি হাল। কক্সবাজার শহরে ছোট পরিসরে গড়ে তোলেন একটি পোল্ট্রি খামার।
নিজের কাছে ছিলোনা জমানো অর্থ। তাই স্বর্ণালংকার বিক্রি করে ১৭ হাজার টাকা দিয়ে শুরু করেন খামার। পরে ব্যাংক ঋণ নিয়ে বাড়ান পরিসর। এখন তার রয়েছে-মুরগী, গবাদি পশু, কবুতর-সহ বেশ কয়েকটি খামার। এভাবেই ধীরে ধীরে সফল উদ্যোক্তার তকমা পান নয়ন সেলিনা।
নয়ন সেলিনা কেবল উদ্যোক্তাই নন, সমাজে পিছিয়ে পড়াদের ধর্মীয় শিক্ষা প্রদানে চালাচ্ছেন একটি প্রতিষ্ঠানও। সেই সাথে খামার করতে নারীদের দিচ্ছেন উৎসাহ।