সাভার মডেল থানা পুলিশ জানায়, এক নারী শ্রমিক ছয় জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন। মুক্তিরমোড় এলকায় স্বামীসহ ভাড়া থাকতেন ওই নারী। মঙ্গলবার স্বামী গ্রামের বাড়ি গেলে, রাতে দরজা ভেঙ্গে অভিযুক্তরা ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। তারা পাশের রিকশা গ্যারেজ থাকতো। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আনন্দপুর এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পোশাক শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এছাড়া তেঁতুলজোড়ায় এক তরুণী, আশুলিয়ায় এক মাদ্রাসা শিক্ষার্থী ও এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।