নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক জটিলতা দেখা দিলে বুধবার রাত ৯টার দিকে বদরুন্নেছা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন, সাড়ে সাতমাসের গর্ভবতী লিলি বেগম। কিন্তু এগিয়ে আসেননি কোন চিকিৎসক। অভিযোগ, চিকিৎসা না পেয়ে রাত ১১টায় লিলি মারা যায়।
পরে স্বজনরা ক্ষিপ্ত হলে পালিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত নারী সদর উপজেলার বলিয়ারবাগ গ্রামের প্রবাসী আহাদ মিয়ার স্ত্রী।