channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

করোনায় সহায়তায় কুষ্টিয়ায় বাড়িভাড়া মওকুফ করেছেন কয়েকজন মালিক

করোনায় সহায়তায় কুষ্টিয়ায় বাড়িভাড়া মওকুফ করেছেন কয়েকজন মালিক

করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন অনেকেই। সাধ্যমত চেষ্টা করছেন সাহায্যের হাত বাড়িয়ে দেবার। কুষ্টিয়া শহরের এমনই কয়েকজন বাড়ির মালিক মওকুফ করেছেন বাড়ি ভাড়ার টাকা। বলছেন, বেশির ভাগ ছাত্র ও তাদের পরিবারের অসহায়ত্বের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

কুষ্টিয়া শহরের নতুন কোর্টপাড়া এলাকার মায়ের আঁচল ছাত্রাবাস। এখানেই ভাড়া থাকেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজেদুল ইসলাম। পরিবারের সামর্থ্য না থাকায় টিউশনি করে নিজের খরচ চালান নিজেই।  

এত দিন সব কিছু ঠিকঠাক চললেও, করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবকিছু। টিউশনি বন্ধ..তাই মেসের ভাড়া আর অন্যান্য খরচের যোগানও বন্ধ তার। একই অবস্থা সহপাঠী জালাল উদ্দিনেরও। তবে খুশির কথা, দু'মাসের ভাড়া মওকুফ করেছেন বাড়ির মালিক।  

এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরাও।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর