বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে রড বোঝাই ট্রাকে করে ঢাকা থেকে রংপুর যাচ্ছিলো তিন শিশুসহ ১৩ জন। ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।
ট্রাক উল্টে যাওয়ার খবরে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। ট্রাকে থাকা রড উপরে উঠানোর পর চাপা পড়া অবস্থায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি এখনো।