করোনায় বদলে গেছে বিশ্ব অর্থনীতি। বেশিরভাগ মানুষই হারিয়েছেন উপার্জনের পথ। দেশ ছেড়ে যারা বিদেশ গিয়েছিলেন ভাগ্য বদলাতে বেশিরভাগই হারিয়েছেন চাকরি।
দেশের বাইরে আছেন, কিশোরগঞ্জের ৬ ইউনিয়নের প্রায় ৬ হাজার মানুষ। তাদের পরিবারের কথা চিন্তা করে খাদ্য সহায়তা দিচ্ছেন, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াছির মিয়া।
ব্যক্তিগত তহবিল থেকে নিত্যপণের পাশাপাশি নগদ টাকাও দিচ্ছেন তিনি।
চিকিৎসা খরচ বহন করতে নাভিশ্বাস উঠে গেছে যাদের, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, টাঙ্গাইলের ওষুধ ব্যবসায়ী কামরুজ্জামান আনসারী।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের জন্য রান্না করা খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন তিনি। প্রতিদিন এভাবে খাবার পাচ্ছেন হাসপাতালের কর্মীরাও।
করোনা সংকটে অসহায়দের সহায়তায় সরকারে পাশাপাশি এগিয়ে আসতে হবে বিত্তবানদেরও।