দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলনের সম্ভবনা থাকলেও হাসি নেই চাষিদের মুখে। প্রতিবছর ফলটি পাকার আগেই, বাগানের পর বাগান কিনে নেন ব্যবসায়ীরা, করেন পরিচর্যাও। কিন্তু করোনা এবার পাল্টে দিয়েছে চিত্র। বাগান বিক্রি না হওয়ায় চরম বিপাকে চাষীরা। যারা সরাসরি বাজারজাত করেন, তাদেরও শঙ্কা বেচাকেনা নিয়ে।
জেলা কৃষি কর্মকর্তা জানান, ঢাকাসহ বিভিন্ন জেলায় লিচু সবরাহের উপায় নিয়ে কাজ করছেন তারা। এদিকে লালমনিরহাটেও লিচুর বাম্পার ফলন হলেও বৈরী আবহাওয়া ও শীলা বৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক ফল, ধরেছে পচন।
এমন অবস্থায় সরকারি সহযোগিতার দাবি বাগান মালিকদের। লালমনিরহাটে ৩২০ আর দিনাজপুরে ৫ হাজার হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে।