বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়র প্রবেশ দ্বারে ১টি বাস, ১টি অ্যাম্বুলেন্স, ৪টি মাইক্রোবাস, ১টি পিকআপ ভ্যান ও ৩টি প্রাইভেটকারসহ ৯০ জনকে আটক করা হয়।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ১০ জন গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দিয়েছে। ঢাকার নারায়নগঞ্জ থেকে আসা ৮০ জন যাত্রীকে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।