পুলিশ জানায়, দুপুরে ময়মনসিংহ নেত্রকোণা আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল নামে একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় নাজমা নামে একজন।
এদিকে ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।