শুরুটা ১৯৫৩ সালে আওয়ামী লীগের তরুণ নেতা শেখ মুজিবুর রহমান পাবনায় যান সাংগঠনিক সফরে। মতবিনিময় করেছেন নানা শ্রেণি-পেশার মানুষের সাথে। এরপর ১৯৬২ তে স্টেডিয়াম মাঠে জনসভায় ভাষণ দেন।
১৯৬৬ সালে ৬ দফা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে ৮ এপ্রিল পাবনা যান বঙ্গবন্ধু। টাউন হল মাঠে প্রধান অতিথির ভাষণ দেন।
স্বাধীনতার পর ১৯৭২ এ উদ্বোধন করেন, নগরবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
একই বছর ১০ মে আবার পাবনায় যান বঙ্গবন্ধু সে স্মৃতি মনে করে আবেগ-আপ্লুত হয়ে পরেন বাংলাদেশ আওয়ামী লীগের এ উপদেষ্টা।
১৯৭৩ পর্যন্ত অনন্ত ১০ বার পাবনা সফেরে যান বঙ্গবন্ধু।