খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে নিজেকেই আবেদন করতে হবে। অন্যথায় আদালতের রায় যেভাবে আছে, সেভাবেই থাকবে; সরকারের কিছু করার নেই।
রোববার দুপুরে জামালপুরে ভূমি অফিস মাঠে টিআইবি আয়োজিত দিনব্যাপী তথ্য মেলার আলোচনা সভায় এ মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসান আরও বলেন, খালেদা জিয়া দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে আছেন। তার কি রোগ হয়েছে তা বিএনপি নেতারা তো দূরের কথা, তারেক জিয়াও বলতে পারবেন না।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ আরও অনেকে।