channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি হলে ছাড় নয়: পরিকল্পনামন্ত্রী

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি হলে ছাড় নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে কোন দূর্নীতি হলে ছাড় নয়; জনগণ ও কৃষকের জন্য সরকার কোটি কোটি টাকা দেয়, এসব নিয়ে দুর্নীতি চলবে না।

শুক্রবার সকালে সুনামগঞ্জে ফেনারবাক গ্রামে একটি অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার সময় পেরিয়েছে এক মাস। কিন্তু এখনও পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটিই গঠন হয়নি। ফলে আবারও হাওরের বোরো ফসল হারানোর শঙ্কায় স্থানীয়রা।

দুই বছর আগে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ শেষ করতে হবে। এখনও কাজ শুরু হয়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ছোট-বড় মিলিয়ে জেলার ১৫৪টি হাওরে বোরো ধান আবাদ হয়। এর মধ্যে ৩৭টিতে বাঁধ নির্মাণের জন্য ৬৮ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর