channel 24

সর্বশেষ

 • জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস

 • প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

 • বানের পানিতে তলিয়েছে ৫০ হাজার হেক্টর জমির ফসল

 • প্রস্তুতির জন্য অন্তত তিন সপ্তাহ সময় চান সৌম্য সরকার

 • কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

 • লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসায় সরকারি অনুমোদন

 • দ্বিতীয় দফার সংক্রমণে বেহাল দশা যুক্তরাষ্ট্র, চীন, নিউজিল্যান্ড ও ইরানের

 • ইংলিশ লিগে আজ মুখোমুখি এভারটন ও টটেনহ্যাম

 • সূচক কিছুটা গতিশীল হলেও বড় পরিবর্তন নেই লেনদেনে

 • রংপুর অঞ্চলে আউশের আবাদে রেকর্ড

 • ইংল্যান্ডে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন পাকিস্তানি ক্রিকেটাররা

 • করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল

 • রিজার্ভ থেকে ঋণ নিয়ে উন্নয়ন কাজে লাগানো যায় কিনা, তা ভেবে দেখার পরামর্শ

 • আর্থিক সংকটে পাইওনিয়ার লিগ খেলা ফুটবলাররা

 • খুলনার সেই সালামকে মুক্তির নির্দেশ আদালতের

নওগাঁয় প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ভূমিকা রাখছেন প্রতিষ্ঠিত যুবকেরা

নওগাঁয় প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ভূমিকা রাখছেন প্রতিষ্ঠিত যুবকেরা

নওগাঁয় প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন কয়েকজন প্রতিষ্ঠিত যুবক। যাদের সহযোগীতায় বহুজনই সাবলম্বী হচ্ছেন। যুবকরা বলছেন কোন লাভের আশা নয় পাশে দাড়ানোই তাদের মূল উদ্দেশ্য। আর এমন উদ্যোগকে দৃষ্টান্ত বলছেন জনপ্রতিনিধিরা।  

নওগাঁর বদলগাছী উপজেলার বাসপুর গ্রামের শারিরীক প্রতিবন্ধী আলম হোসেন। মুদি দোকানেই চলে সংসার। একই গ্রামের আরেক প্রতিন্ধী ব্যক্তি আলহাজ্ব। স্থানীয় একটি ব্যাংকের দরজায় বসে ডাকটিকিট বিক্রি করেন। সেখান থেকে যা আয় হয় তা দিয়েই কোনোমতে ঘোরে সংসারের চাকা।

তবে শুধু এই দুজনই নন তাদের মতো অনেক প্রতিবন্ধী ব্যক্তির কাজের সুযোগ করে দিয়েছেন স্থানীয় কয়েকজন যুবক। প্রতিবন্ধীদের দুঃখ কষ্ট দেখে একত্র হন সমমনা কয়েকজন যুবক।

সমাজের পিছিয়ে থাকা মানুষদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে আমরা গড়ব দেশ নামে একটি সংগঠন গড়ে তোলেন তারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাও।

নঁওগার কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, যারা প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন
তাদের এমন উদ্যোগ প্রশংসাযোগ্য। নঁওগার কোলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন নঁওগার কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন।

নওগাঁয় প্রতিবন্ধীদের কর্মসংস্থানের বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ বলেন, প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি যুবকদের ভূমিকা অন্যদের মাঝেও অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

যুবকদের দেয়া তথ্য বলছে, এখন পর্যন্ত বদলগাছি উপজেলার ১৭২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্নভাবে সহযোগিতা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর