মঙ্গলবার দুপুরে রংপুর জেলার পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে হয়। দীর্ঘ ১৩ বছর পর এ সম্মেলন
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণায় উল্লাসে মাতেন নেতাকর্মীরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কমিটিতে জায়গা পাওয়া নতুন নেতারা বলেছেন, রংপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করবেন তারা।
এর আগে সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ে যারা দলের কান্ডারি ছিলেন, তাদেরই জায়গা দেয়া হবে কমিটিতে।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগে সেশনজট চলছে, নতুন কমিটি দেয়ার মাধ্যমে তা নিরসন হবে।