মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর দায়রা জজ আদালত এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই সদর উপজেলার ধর্মপুর গ্রামে শ্বাশুড়ি জাকিয়া বেগমকে হত্যা করে পুত্রবধূ শারমিন আক্তারসহ কয়েকজন। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।
এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাজমিস্ত্রী সুমন হত্যার দায়ে বন্ধু রাজীব ওরফে বুলবুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আর খুলনায় আলাদা দুটি হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন এবং সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় হাবু খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন দেয়া হয়েছে।