হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেযে চলতি শিক্ষাবর্ষেই শুরু হয় এখানকার একাডেমিক কার্যক্রম। কিন্তু এরই মধ্যে দুনীর্তির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজের বিভিন্ন জিনিসপত্র ক্রয়ে দেখা গেছে অস্বাভাবিক দাম।
সরবরাহকৃত মালামালের মধ্যে ৬৭ টি লেনেভো ১১০ কোর আই ফাইভ মডেল ল্যাপটপের দাম ধরা হয়েছে ৯৯ লাখ ৪৯ হাজার ৫শ টাকা। সে হিসেবে প্রতিটির দাম পড়েছে প্রায় দেড় লাখ। বিভিন্ন কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় একই মডেলের ল্যাপটব বিক্রি হচ্ছে মাত্র ৪২ হাজার টাকায়।
৬০ হাজার টাকার এইচপি কালার প্রিন্টারের দাম ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৯শ টাকা। এছাড়াও বিভিন্ন সরঞ্জামে রয়েছে অস্বাভাবিক দাম। যাতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ।
বাজার দর নির্ধারণ কমিটির সভাপতি শাহীন ভূঁইয়া বলেছেন, সময় সল্পতার কারণে যাচাই করা যায়নি প্রকৃত বাজার দর।
এ বিষয়ে জানতে, কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে।