আশির দশকে জয়পুরহাটে নির্মিত বেইলি সেতুর প্রায় সবগুলোর অবস্থাই এরকম। প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে যানবাহন।
জয়পুরহাট-বগুড়া-ক্ষেতলাল বাইপাস সড়কের বটতলী থেকে পাকার মাথা অংশে রয়েছে তিনটি বেইলি সেতু। পাটাতনগুলো জায়গা জায়গায় ফেটে এমনকি ভেঙে গেছে। অনেক জায়গায় রেলিংয়ের নাটবল্টুও নেই। মাল বোঝাই ট্রাক উঠলেই কেঁপে ওঠে সেতু। জোড়াতালি দিয়ে মেরামত করায় ঝুঁকি রয়েই গেছে।
চালকরা বলেন, আমাদের যেহেতু গাড়ী শহরে ঢুকতে দেয় না, আমরা বাইপাসে চলাফেরা করি। যখন আমরা এই বেইলি ব্রিজে ওঠি তখন জীবনের ঝুঁকি নিয়ে ওঠি মনে হয় গাড়ী দুমড়ে যায়। নাট-বল্টু অনেক জায়গাতেই নাই। মাঝখানে গাড়ী ওঠলে গাড়ী সহকারে দোলে।
জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আজিজুল হক বলেন, জয়পুরহাট সড়ক বিভাগে চারটি বেইলি সেতু আছে যা বর্তমানে মেরামত করে চালানো হচ্ছে। একনেকে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বরাদ্দ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছে, জয়পুরহাটে ৫টি বেইলি সেতুর মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আর মেরামত নয় বরং নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।