অভিভাবকরা জানায়, আগামীকাল রোববার (১৭ নভেম্বর) থেকে পিএসসি শুরু হওয়ায় পরীক্ষায় অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তায় তারা। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্কুলের ক্লাস পার্টি ছিল। অনুষ্ঠান শেষে স্থানীয় মদিনা বিরিয়ানী হাউজ থেকে খাবার আনা হয়। এরপর বিকেল থেকেই অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পেটের সমস্যার পাশাপাশি জ্বরও আসে অনেকের। তাদেরকে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসক জানান, ভর্তি হওয়ারা ডায়রিয়া, বমি, জ্বর ও পেটের পীড়ায় আক্রান্ত।
এসডিএস স্কুলে পরিচালক জানিয়েছেন, মদিনা বিরানি হাউজ থেকে ৬৬ প্যাকেট খাবার সরবরাহ করা হয়। দুপুরের খাবারের প্যাকেট অনেকে পরে খাওয়ার জন্য বাসায় নিয়ে যায়। ওই খাবার খেয়ে শিক্ষার্থী, শিক্ষকসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছে।এ বিষয়ে সদর ইউএনও, পুলিশ সুপার, ওসি বরাবর চিঠি দেওয়া হবে।