বৃহষ্পতিবার (১৩ নভেম্বর) সকালে বসুরহাট কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ অন্যানরা।
এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে কমিটি ঘোষণা করেছেন মওদুদ আহমদ। অবিলম্বে কমিটিগুলো বাতিল করা না হলে পাল্টা কমিটি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।