ফরিদপুর মধুখালী উপজেলার সাবিনা ইয়াসমিন। নানা প্রতিবন্ধকতার মধ্যে বেড়ে ওঠার পর স্বামীর সংসারেও ছিলো অভাব-অনটন। কিন্তু হাল ছাড়েনি।
শুরু করেন নতুন করে বাঁচার লড়াই। সালামতপুর রউফ নগর গ্রামের বিভিন্ন ক্ষেত থেকে সবজি কিনে তা বিক্রি করেন বাজারে। কিন্তু তাতেও সফলতা আসেনি। এরপর পৈত্রিক সূত্রে পাওয়া ২ একর জমিতে ২০১৬ সালে শুরু করেন সমন্বিত খামার তৈরির কাজ। নাম দেন আলিফ গোট এন্ড ডেইরি ফার্ম। মাত্র দুটি ছাগল ও ৫টি গরু দিয়ে যাত্রা শুরু। এরপর আর পেছনে তাকাতে হয়নি সাবিনাকে।
বর্তমানে এই সমন্বিত খামারে গরু-ছাগলসহ লালন-পালন করা হচ্ছে হাঁস-মুরগি, টার্কি; রয়েছে মৎস্য খামার। প্রতি বছর এই খামার থেকে সাবিনা ইয়াসমিনের আয় প্রায় কোটি টাকা।
সাবিনা শুধু নিজেই স্বাবলম্বী হননি অন্যদের জন্যও তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাও।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে কর্মসংস্থান তৈরি করতে চান সাবিনা ইয়াসমিন।