পাবনা চাটমোহর উপজেলার কাটেঙ্গা-বরদানগর এলাকা। বছরের পর বছর একটি ব্রীজের অভাবে দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। গুমানী নদীর দুই পাড়ে রয়েছে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১ টি কমিউনিটি ক্লিনিক ও দুইটি হাট। যেখানে যেতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে খেয়া পার হতে হয় স্থানীয়দের। শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ নানা প্রয়োজনেই দুর্ভোগ পোহাতে হয় তাদের।
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকন জানান, ব্রীজ নির্মাণে অনুমোদন মিলেছে। আগামী অর্থ বছরেই শুরু হবে নির্মাণ কাজ।
এদিকে, দীর্ঘ দিনের ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শংকরদিয়া গ্রামের মানুষরাও। খাল পারাপারে তাদের একমাত্র ভরসা বাঁশের সাকো।
খালের উপর একটি ব্রীজ হলে জেলা ও উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি পাল্টে যাবে স্থানীয়দের জীবনমানও।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল বলেন, সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
তবে ভোগান্তি দূর করতে আর কোন আশ্বাস নয় এবার কাজের মাধ্যমে তার বাস্তবায়ন চান স্থানীয়রা।