বুধবার (১৮ সেপ্টম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনে থাকা মিন্নিসহ কারাগারে থাকা ৭ আসামিকে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে পুলিশের দেয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেন আদালত।
এছাড়া পলাতক ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ অক্টোবর এবং ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।