পুলিশ জানায়, রোববার দুপুরে সদর দক্ষিণ উপজেলা থেকে মোটরসাইকেলে পাদুয়ার বাজার যাচ্ছিলেন সজল, কাজল ও শাহীন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবিরতি শেষে ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। তিন মোটরসাইকেল আরোহীর বাড়ি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে।
এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী হৃদয় মিয়া এবং চাঁদপুরে মোটর সাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম গাজী নিহত হয়েছেন।