পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিলো একতা পরিবহনের একটি বাস। সিরাজগঞ্জের হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। এতে আহত ১০ জনকে বগুড়া মেডিকেলে পাঠানো হয়েছে।