রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন জানান, যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির সাদ এরশাদ এবং ২০ দলীয় জোটের রিটা রহমানসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আর ঋণ খেলাপিসহ কয়েকটি কারণে স্বতন্ত্র প্রার্থী কাওছার জামান বাবলা এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে প্রার্থিতা ফিরে পেতে আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন তারা। এখানে ভোট হবে আগামী ৫ অক্টোবর।