সম্প্রতি রাজশাহীতে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রেক্ষাপট ভাবিয়ে তুলেছে প্রশাসনসহ সাধারণ মানুষকে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের আনন্দ মন্ডলের ছোট মেয়ে সাথী মন্ডল। গেল সোমবার অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায় টুটুল নামে এক বখাটে। পরিবারের সদস্যরা বলছেন, ভয়ে কারো কাছে অভিযোগ করেননি তারা। পরে পুলিশের তৎপরতায় সাড়ে ৭ ঘন্টা পর জেলার তাহেরপুর এলাকা থেকে উদ্ধার হয় সাথী।
এদিকে, গত ১৬ মে, রাজশাহীর মোহনপুরে, নবম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার বর্ষা অপহরণ ও ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের পাতা ফাঁদে পা দিচ্ছে শিক্ষার্থীরা।
আর মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার কারণে দেশের বিভিন্ন স্থানে বারবার ঘটছে, এমন ঘটনা। রাজশাহীতে যৌন হয়রানি প্রতিরোধে জেলা প্রশাসকের উদ্যোগে কাজ শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।