গত ৬ আগস্ট মাগুরার শ্রীপুরে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে মারা যান আওয়ামী লীগ নেতা আমিরুল শেখ। কিন্তু তার এমন মৃত্যু মানতে পারছে না তার পরিবার।
পরিবারের অভিযোগ, আধিপত্য বিস্তারের জেরে প্রাণ দিতে হয়েছে আমিরুল শেখকে। অর্থের বিনিময়ে ডিবি পুলিশের এসআই ওলিয়ার রহমানসহ কয়েকজন তাকে পানিতে ডুবিয়ে হত্যা করে।
তবে পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের দাবি, মাদকবিরোধী অভিযানের সময় দৌড়ে পালানো চেষ্টা করেন আব্দুল শেখ। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করতে যান নিহতের ভাই। কিন্তু পুলিশ মামলা না নেয়ায় ডিবির এসআইসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়।
এ ঘটনায় অভিযুক্ত এসআই ওলিয়ার রহমানকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।
নিউজটির ভিডিও-