প্রতিদিনই প্রিয়জন হারানো স্বজনের আত্মর্নাদে ভারি হয়ে উঠছে হাসপাতালের আঙ্গিনা।
সারাদেশে সড়কে ২২ জন প্রাণহানির একদিন পার না হতেই আবারো রক্তে লাল রাজপথ। এবার ময়মনসিংহের গৌরীপুরে প্রাণ গেলো একই পরিবারের চারজনের।
পুলিশ জানায়, শুক্রবার পরিবারসহ প্রাইভেটকারে গৌরিপুর উপজেলা থেকে স্ব-পরিবারে টাঙ্গাইল যাচ্ছিলেন পোশাক ব্যবসায়ী রফিকুজ্জামান। রামগোপালপুর এলাকায় বেপরোয়া বাসের সাথে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী শাহিনা আক্তারের। আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই।
রাজবাড়ীতে পিকনিক বাস উল্টে শামীম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়াও কুষ্টিয়া, টাঙ্গাইল, পঞ্চগড়ে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও কয়েকজনের।