ভোরে ঢাকা মেডিকেলে আনার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গতকাল সাহারবাটি বাঙ্গালপাড়া ঈদগাঁহ ময়দানে মুসল্লিদের কাছ থেকে টাকা তোলা হয়। এসময়, মনিরুল ইসলাম নামে একজন ২০ টাকা দেন। পরে বিষয়টি নিয়ে মনিরুল ও রুহুল গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এসময় আলেক জোয়ার্দারসহ অন্তত ১০ জন আহত হন।