বিশাল জলাশয়ের সুতি বিলে ৭ বছর আগে পানি নিস্কাশনের জন্য ফকিন্নি নদী পর্যন্ত একটি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। সেই খালের উত্তর পাশে মৎস্য প্রকল্পের নামে বাঁধ নির্মাণ করছে একটি মহল।
স্থানীয় কৃষি ও মৎস্যজীবীরা বলছেন, এই বাঁধ নির্মিত হলে শত শত বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। আবার সব মৎস্যজীবীর জন্য এটি উন্মুক্ত থাকবে না। ফলে জীবিকা হারাবেন অনেকেই। নির্মাণকারীদের দাবি , এই বাঁধ হলে মৎস্যজীবীসহ স্থানীয় সবাই লাভবান হবে।
এরইমধ্যে কয়েক দফায় এখানে বাঁধ নির্মাণ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। প্রশাসন বলছে, কৃষকদের ক্ষতি হয় এমন কোনো বাঁধ নির্মাণ করতে দেয়া হবে না।। বিলের এই অংশে নির্ভরশীল আত্রাই উপজেলার প্রায় ৫ হাজার কৃষক এবং ৩ হাজার মৎস্যজীবী।
ভিডিওতে বিস্তারিত-