সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে এর আগে অনেকবার রেলের বগি লাইনচ্যুত হয়েছে। তবে তেমন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৩ জুন) রাতে যে ঘটনা ঘটেছে, তাতে ৪জন নিহত হলেও, এই ট্রেনের যাত্রীরা বলছেন, সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন। আরও অনেকে হতাহত হতে পারতেন।
স্থানীয়দের অভিযোগ, বরমচাল এলাকার বড়ছড়া রেলসেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। রেললাইনটিও জরাজীর্ণ। কর্তপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যে কারণে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে না পারায় লাইন থেকে ছিটকে পড়ে উপবন এক্সপ্রেস।
স্থানীয়দের এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেল সচিব মোফাজ্জল হোসেন। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কথাও জানান তিনি।
রোববার রাতে কুলউড়ার বরমচাল এলাকায় লাইনচ্যুত হয় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস। এতে ৪ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হন।
নিউজটির ভিডিও-