ঢাকা   মঙ্গলবার , ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রকাশিত: ১৭:৪২, ২১ জুলাই ২০২৫

Detail page left side/ 250*250/ purple flooting

বগুড়ায় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৭:৪২, ২১ জুলাই ২০২৫

বগুড়ায় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত তারিকুল ইসলাম তোহা। ফাইল ছবি

বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন বাপ্পি ছাত্রাবাসে থেকে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। 

নিহতের বন্ধুরা জানায়, তোহা আজ সকাল সাড়ে ৯টার দিকে এক মেয়ের সঙ্গে ফোনে ঝগড়া করতে থাকে। কথা বলার এক পর্যায়ে তোহা রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এর আগে তিনি তার এক চাচাতো ভাইকে ফোনে আত্মহত্যার কথা জানায়। খবর পেয়ে তার চাচাতো ভাই বিষয়টি তোহার সাবেক রুমমেট সৈকতকে জানায়। সৈকতের মাধ্যমে ছাত্রাবাসের আরেক শিক্ষার্থী লাবিবসহ অন্যরা তোহার কক্ষের কাছে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: রৌমারীতে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

এসএম

    আরো পড়ুন  

    ×

    Nagad sticky AD