চট্টগ্রাম নগরে লকডাউনের তৃতীয় দিনে গত দুদিনের তুলনায় বেড়েছে যানচলাচল। গণপরিবহন নামায় কমেছে জনদুর্ভোগ। ফলে অনেকটাই স্বস্তি ফিরেছে পথে নামা মানুষের। কিন্তু যে শর্তে গণপরিবহন চালুর নির্দেশ দেয়া হয় তা মানছেন না কেউই। কোন বাসে নেই হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক। যাত্রীদের বেশিরভাগ যেমন মাস্ক বিহীন, তেমনি পরিবহন শ্রমিকরাও।
খুব একটা সচেতন নন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষও। মুখের নিচে বা গলায় মাস্ক ঝুলানো থাকলেও ব্যবহারের ব্যাপারে একেবারেই উদাসীন।
এছাড়া শহরের অভ্যন্তরে গণপরিবহন চলাচলের অনুমতি দিলেও শাহ আমানত সেতু এলাকায় বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায় বেশ কিছু বাস, মিনিবাসকে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাতেও। যদিও বেশকিছু বাস-মিনিবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া নির্দেশনা না মেনে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলেছেন অনেকেই।