করোনা মহামারির শুরুর দিক চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে পথে পথে মানুষের মৃত্যুর ঘটনা, স্বজনদের আর্তনাদ আর হাহাকারের এমন শিরোনাম ছিলো সংবাদ মাধ্যমগুলোতে।
করোনার এক বছরে কতটা ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রামের স্বাস্থ্যখাত? আর প্রত্যাশার প্রতিফলনই বা কতটুকু?
বিশেষজ্ঞরা বলছেন, কোনভাবেই সহজ ছিলো না প্রাণঘাতী এই ভাইরাসের মোকাবেলা করা। ভোগান্তি আর মৃত্যুর মিছিল দীর্ঘ হবার পেছনে কারণ ছিলো আইসিইউ আর ভেন্টিলেটরের চরম সংকট। সাথে, যুক্ত হয়েছিল বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি না করার মতো বিষয়।
বর্তমানে সংকট কিছুটা কমলেও হাসপাতালগুলোতে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও ডায়ালাইসিস ইউনিট আরো বাড়ানোর পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও দক্ষ জনবল বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে বেসরকারি হাসপাতালগুলোতেও দরকার নজরদারি।
এদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলছেন, করোনা মোকাবেলায় সক্ষমতা বেড়েছে। তুলে ধরেন কিছু পরিকল্পনাও।
চট্টগ্রামে করোনা রোগী প্রথম শনাক্ত হয় গেলো বছরের এপ্রিলে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭৭ জনের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩৫ হাজার।