শনিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনগণ, জনপ্রতিনিধি আর প্রশাসন একসাথে কাজ করলে প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।
ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।