বুধবার (৩ মার্চ) দুপুরে ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন। একইসাথে প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হল-ইয়াসিন, মনসুর, আবু তৈয়ব ও ইসহাক। এদের মধ্যে ইয়াসিন ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে।
২০১৬ সালের ৫ মার্চ বায়েজিদ থানার রৌফাবাদে বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলা ভবনের তৃতীয় তলায় ডাকাতি করতে যায় আসামীরা। ওইসময় তারা খুন করে পারভিন আক্তারকে।
পরে নিহতের স্বামী নুরুল আলম বাদি হয়ে থানায় মামলা করেন।