আটক পুলিশ সদস্যদের আদালতে পাঠানোর কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার রাতে কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন ছিনতাইয়ের শিকার হন। পরে ট্রিপল নাইনে ফোন করে সহায়তা চাওয়া হলে জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। এসময় এস আই নূর হুদা সিদ্দিকী, কনস্টেবল আমিনুল মোমিন ও মামুন মোল্লাকে আটক করা হয়। পরে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
এরা সকলেই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।