মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে এগারো লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর পার হয়েছে সাড়ে তিনবছর। এই দীর্ঘ সময়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা উদ্যোগেও শুরু করা যায়নি প্রত্যাবাসন।
এমন বাস্তবতায় মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া রোববার সফর করেন, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা কাম্প। কথা বলেন, রোহিঙ্গা নেতৃবৃন্দের সাথে। আশ্বাস দেন, পূর্ণ নাগরিক মর্যাদার সাথে মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে সবধরনের সহায়তার।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাটির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের উপর যে মানবতাবিরোধী অপরাধ করেছে মিয়ানমার, সে ব্যাপারে আন্তর্জাতিক আদালতে আইনি সহায়তা নিয়ে বাংলাদেশে পাশে থাকবে ওআইসি।
এর আগে, সকালে ভাসানচরে যায় ওআইসি সহকারী মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সফরকালে তাদের সাথে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রাললয়ের নয় কর্মকর্তা।