চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। যেখানে ছুটির দিনতো বটেই, প্রতি বিকেলেই ঢল নামে নানা বয়সী মানুষের। তবে যথাযথ পরিকল্পনার অভাবে এই সমুদ্র সৈকতে বিনোদনের তেমন ব্যবস্থা নেই বললেই চলে। ফলে, তেমন টানেনা চট্টগ্রামের বাইরের পর্যটকদের।
এমন বাস্তবতায় পতেঙ্গা সৈকতসহ আশপাশের ছয় কিলোমিটার অংশকে ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে সিডিএ। যেখানে হবে পরিকল্পিত পর্যটন কেন্দ্র। যার দুই প্রান্তে থাকবে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধাসহ বিশেষ ট্যুরিস্ট জোন। যাতে প্রবেশে থাকবে ফি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান বলছেন, এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন। থাকবে কনফারেন্স রুম, সিনেপ্লেক্সসহ পর্যটনবান্ধব নানা উপকরণ।
তবে, নগরবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের মতে, সমুদ্র সৈকতের মতো প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে প্রবেশ ফি ধার্য করা উচিত হবেনা।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিশ্বমানের প্রতিষ্ঠানকে দিয়ে এই ট্যুরিস্ট জোন বাস্তবায়নের কথা বলছে সিডিএ।