সাগরতীরে চলছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণের নানা কর্মযজ্ঞ। গেল ২ বছর ধরে চলছে এই কাজ।
২০১৭ সালে কারিগরি সমীক্ষার পর বে-টার্মিনাল প্রথমে নিজেরা নির্মাণের চিন্তা করলেও পরে সরে আসে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগ্রহ দেখায় সিঙ্গাপুর, কোরিয়া, ভারত, আরবআমিরাত ও সৌদিআরব। এরমধ্যে সম্প্রতি পোর্ট অব সিঙ্গাপুরকে দিয়ে একটি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। তবে নির্ধারণ হয়নি বাকি ২টির ভাগ্য।
এমন পরিস্থিতিতে পরামর্শক পাকা করে চূড়ান্ত সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়া হলেও সম্প্রতি তা নাকচ করে দেয় নৌমন্ত্রণালয়। তবে পরে আবারো একটি টার্মিনাল তৈরির আগ্রহ দেখালে চাওয়া হয়েছে প্রস্তাব।
২ বছরের বেশি সময়েও নির্মাণ প্রক্রিয়া বা নির্মাতা প্রতিষ্ঠান চূড়ান্ত না হওয়ায় হতাশ বন্দর ব্যবহারকারীরা। তবে এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি নৌমন্ত্রণালয়ের।
শুধু তাই নয়, ঝুলে আছে বাকি ৮ শ ৩ একর খাস জায়গা অধিগ্রহণের প্রক্রিয়াটিও। অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০১৮ সালের ১ নভেম্বর বে-টার্মিনাল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।