রক্তের দামে কেনা মায়ের ভাষার জয়গান। করোনায় সময় যেন স্তব্ধ। তবু চেতনায় শাণিত বুক। তাইতো সকাল হতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বন্দরনগরীতে সবার গন্তব্য শহিদ মিনার। নানা বিধিনিষেধে এবার আগের মতো জনস্রোতের সুযোগ ছিলনা। তবু আবেগে ছিলোনা কমতি। প্রাণে প্রাণ মিলিয়ে নানা বয়সী মানুষের হাতে ফুল, কণ্ঠে দুঃসময় উৎরে যাবার প্রত্যাশা।
একুশ আসে একুশ যায়। ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বেদি। তবে অকাতরে আত্মত্যাগ যে ভাষার জন্য, তার শুদ্ধচর্চা এখনো যেন সুদূর পরাহত। তাই দাবি ওঠে ভাষার শুদ্ধতম ব্যবহারের।
শনিবার রাত ১২টা ১ মিনিটে বিউগলের সুরে সূচনা করা হয় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুর। এরপর রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষ প্রাণের অর্ঘ্যে স্মরণ করেন ভাষা শহীদদের।