নিয়মানুযায়ী ওইদিন থেকেই নতুন অর্থাৎ ষষ্ঠ পরিষদের মেয়াদকাল শুরু হবে। সকালে নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী এ সিদ্ধান্ত দেন। এর আগে গতকাল দায়িত্ব গ্রহণ করলেও তিনি মূলত পুরোদমে অফিস শুরু করেন আজ। সকালে করপোরেশন ভবনে পৌঁছে দৈনন্দিন কাজে যোগ দেন তিনি। সই করেন বিভিন্ন ফাইলে।
এর আগে গতকাল দুপুরে দায়িত্ব নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম সিটির অষ্টম মেয়র রেজাউল করিম চৌধুরী। ২৭ জানুয়ারির নির্বাচনে জয় পেয়ে ১১ ফেব্রুয়ারি শপথ নেন রেজাউল।