সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌ বাহিনীর ৫টি জাহাজে করে রওয়ানা দেয় তারা।
বরাবরই স্বেচ্ছায় যাবার কথা উঠে আসে এসব রোহিঙ্গার মুখ থেকে। তাদের ভাষ্য, ভাসানচরে অবস্থান করা স্বজনদের কাছ থেকে সেখানকার ভালো পরিবেশের কথা শুনেই আগ্রহ দেখিয়েছেন তারা। আগামীকালও কিছু রোহিঙ্গা স্থানান্তরের কথা রয়েছে। গতকাল কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে ৩৭টি বাসে করে চট্টগ্রামে আনা হয় তাদের।
এর আগে আরো তিন দফায় ভাসানচরে নেয়া হয় প্রায় ৭ হাজার রোহিঙ্গা।
গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ভাসানচরে নেয়া হয় ১ হাজার ৬৪২ রোহিঙ্গা শরণার্থীকে। সবশেষ ২৯ জানুয়ারী ভাসানচরে যায় ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা।